সিরাজগঞ্জে সন্দেহভাজন করোনারোগী পরিবহন করায় একটি নৌকায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএল.সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহর রক্ষা বাঁধের পাশে যমুনার পাড়ের বাঁশঘাটে এ ঘটনা ঘটে। জামালপুরের তারাকান্দি থেকে যাত্রী বহনকারী ওই নৌকায় প্রকাশ্যে দিবালোকে আগুন দেওয়া হয়।
নৌকার মাঝি জামালপুরের সরিষাবাড়ির পিকনা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে জুয়েল মিয়া জানান, সন্দেহভাজন করোনা আক্রান্ত যাত্রী পরিবহনের অপরাধে নৌকায় আগুন দেওয়া হয়। এতে ইঞ্জিন ও ছইসহ অংশ বিশেষ পুড়ে গেছে। প্রতিবাদ করায় আমাকে মারপিটসহ মোবাইল কেড়ে নেওয়া হয়। এ সময় সদর থানার কনস্টেবল হাসান উপস্থিত ছিলেন। ভয়ে থানায় অভিযোগ করিনি।
সদর থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, যমুনা চরাঞ্চলে লকডাউনের মধ্যে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে নদী পাড়ের বিক্ষুব্ধ লোকজন নৌকায় আগুন দেয় বলে শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, এ ঘটনায় পুলিশের কেউ জড়িত নন।
অভিযুক্ত কনস্টেবল হাসান আহম্মেদও এ ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।