বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম ইউসুফ আলীর গুদাম থেকে সাড়ে ৭ টন সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে চাল মজুদ রাখার সপক্ষে যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় আওয়ামী লীগের ওই নেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বানারীপাড়া বন্দরের উত্তরপাড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলীর আড়তের মেঝেতে ঢালা অবস্থায় ও ৭টি বস্তায় সরকারি সাড়ে সাত টন চাল পাওয়া যায়।
ইউসুফ আলী ওই চাল কাবিখা প্রকল্পের দাবি করে জানান, এই চাল তিনি কিনে রেখেছেন। কিন্তু এর সপক্ষে কাগজপত্র দেখাতে না পারায় আদালত ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, ইউসুফ আলীর আড়তে সরকারি চাল পাওয়ায় তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। ইউসুফ আলীকে কারাগারে পাঠানো ও চালগুলো জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস গণমাধ্যম কে বলেন, প্রধানমন্ত্রীর এত হুঁশিয়ারির পরও এমন কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এ ব্যাপারে দলীয়ভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।