ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় প্রান্তিক কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের তরুণ নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০
  • ৬৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিতে বোরো ধানের মাঠে নিরলস কাজ করছেন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এর ধারাবাহিকতায় শেরপুরের নকলায় ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা মুজিব আদর্শের সৈনিক অনিক কুমার রায় জয়’র নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক অসহায় ৫ কৃষকের এক একর ৪৫ শতক জমির বোরো ধান স্বেচ্ছায় কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

রোজারদিন হওয়ায় শারীরিক অবস্থা বিবেচনায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা নকলা পৌরসভার ৪নং ওয়ার্ডের জালালপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক নিরঞ্জন বিশ্বাস এর ২০ শতক জমির ধান কেটে আটি বাধা ও কৃষকের বাড়িতে পৌঁছে দেন তরুণ ছাত্রলীগ কর্মী অনিক কুমার রায় জয় ও তাঁর অনুসারী বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা।

দরিদ্র অসহায় প্রান্তিক চাষীদের ধান কাটা, আটি বাধা ও বাড়িতে পৌঁছে দিতে অনিক কুমার রায় জয়ের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীর মধ্যে যারা স্বেচ্ছা শ্রম দিয়ে অসহায় কৃষকদের সহায়তা করছেন তাদের মধ্যে- ডিভাইন হেল্পারর্স অব বাংলাদেশ এর নকলা উপজেলা শাখার আহবায়ক ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম তুহিনসহ ছাত্রলীগ কর্মী সফিকুল ইসলাম সুমন, রনজিৎ বিশ্বাস রতন, নাজমুল হাসান রাহুল, মনিরুল ইসলাম মনির, তপু দাস গুপ্ত, রুবেল মিয়া, রাসেল হোসেন, সাকিব হাসান বাবু, অর্ণব রায়, জাহিদ সরকার, প্রকাশ দাস, মিলন মিয়া, উওম সিংহ, আকাশ মিয়া, মেহেদী হাসান কবির, সৌরভ আহমেদ, সুমন আহমেদ, আবু সাঈদ, আলামিন, রুপচান মিয়া, অন্তর মিয়া, আরিফুল ইসলাম, শাকিল আহম্মেদ, সাজ্জাদ আফ্রিদি সাজ্জাদসহ অনেকের নাম উল্লেখ করার মতো।

ডিভাইন হেল্পারর্স অব বাংলাদেশ এর নকলা উপজেলা শাখার আহবায়ক ছাত্রলীগ কর্মী তৌহিদুল ইসলাম তুহিন জানান, কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সারাদেশ ব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকদের বোরো ধান কাটে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। এ নির্দেশনা ও পরামর্শে আমরা সরকারের এমন উন্নয়ন মূলক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপোকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, উৎপাদিত সোনালী ফসল পাকা বোরো ধান মাঠে রেখে কালবৈশাখীর ছোবলে ক্ষতির সমূখীন হওয়ার ভয়ে দিনাতিপাত করছেন উপজেলার অনেক প্রান্তিক কৃষক। বিশেষ করে ছোট-মাঝারী শ্রেণীর কৃষক ও বর্গা চাষীদের চিন্তার পরিমাণটা অন্যান্য কৃষকদের চেয়ে বেশি। এমতাবস্থায় ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নকলার তরুণ ছাত্রলীগ কর্মী অনিক কুমার রায় জয় ও তাঁর অনুসারী ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসসহ অনেক কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা।

ছাত্রলীগ কর্মী অনিক কুমার রায় জয় বলেন, দরিদ্র ভ্যান চালক অসহায় কৃষক নিরঞ্জন বিশ্বাস এর মতো অন্য কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও আর্থিক ধৈন্যতার কারনে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তত আছি। উপজেলার সকল কৃষকের ধান কাটা যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে মনে প্রাণে ধারন করে নকলা উপজেলার বিভিন্ন এলাকার ছাত্ররা চলতি মৌসুম ব্যাপী ধান কাটা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তরুণ ছাত্র সংগঠক অনিক কুমার রায় জয়সহ অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102