প্রাণঘাতী ভাইরাস করোনার উপসর্গ নিয়ে ঢাকায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম এনামুল হক। ডিএমপির তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি।
শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসকদের পরেই সম্মুখযুদ্ধে লড়ছে পুলিশের দুই লাখ সদস্য। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে বাহিনীটিতে ছয় সদস্যের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫শ’র বেশি। এনামুলের মৃত্যু করোনায় কিনা সেটা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, করোনার উপসর্গ থাকায় এনামুলকে পৃথক রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।
এরপর এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।