সিরাজগঞ্জের শাহজাদপুরে কোচ-অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর কবরস্থানের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর ইপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামের কাঞ্চু সূত্রধর (৪৫), তার স্ত্রী আন্না রানী সূত্রধর (৩৫) ও মেয়ে আরাধ্ধা সূত্রধর (৯)।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ দিন বিকালে নিহত ও আহতরা উল্লাপাড়ার বালসাবাড়ি গ্রামের আত্মীয়র বাড়িতে অন্নপ্রাসনের দাওয়াত খেয়ে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের সঙ্গে ধাক্কায় ভ্যান উল্টে ঘটনাস্থলেই আন্না রানী সূত্রধর নিহত হন।
আহত কাঞ্চুকে হাসপাতালে নেয়ার পথে ও আরাধ্ধা চিকিৎসারত অবস্থায় মারা যায়।