ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে আইনি কার্যক্রম চলছে: হাইকমিশনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৫ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত পাঠাতে সব ধরনের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। অটোয়ায় শোক দিবসের আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, অচিরেই খুনি নূর চৌধুরীকে দেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হবে।

কানাডার অটোয়ায় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। এতে হাইকমিশনের কর্মকর্তা, অটোয়া, মন্ট্রিয়লসহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন। শোক দিবস উপলক্ষে এদিন হাইকমিশনে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্যান্য কর্মসূচির পাশাপাশি হাইকমিশনে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু কর্নার। অনুষ্ঠানে বক্তারা যে কোন মূল্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেন।

অনুষ্ঠান শেষে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে সব আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি জানান, এ বিষয়ে কানাডা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কূটনীতিক কার্যক্রম চালানো হচ্ছে।

এদিকে অটোয়া পার্লামেন্ট ভবনের সামনে নূর চৌধুরীকে দেশের ফেরত পাঠানো দাবিতে একইদিন মানববন্ধন করে স্থানীয় আওয়ামী লীগ। এর আগে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধূরী গুরুতর রাজনৈতিক অপরাধ করেছেন বলে রায় দিয়েছিলেন কানাডার একটি কোর্ট। এছাড়াও খুনি নূরের উদ্বাস্তু হিসেবে রাজনৈতিক আশ্রয়ের আবেদনও অগ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয় দেশটির অভিবাসন বোর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102