বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সবাইকে সজাগ থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি।
বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের স্মরণসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এমন মন্তব্য করে আওয়ামী লীগের অন্যান্য নেতারা বলেছেন, বিচার বিভাগীয় কমিশন গঠন করেন তার মরণোত্তর বিচার করতে হবে।
দুর্নীতি বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।