ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

মোবাইলের দোকানে মোবাইল কোর্ট, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৩ বার পঠিত

নাটোরে মোবাইলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের নিয়োজিত মোবাইল কোর্ট।
আজ মঙ্গলবার সকাল দশটার দিকে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের মোবাইল পার্ক নামের দোকানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল ফোন সেটের মূল্য বেশি রাখায় মোবাইল কোর্টের বিচারক শরীফ শাওন মোবাইল পার্কের মালিক বিশ্বজিৎকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

মোবাইল কোর্টের বিচারক শরীফ শাওন জানান, শহরের মল্লিকহাটি মহল্লার জনৈক নিহাল অনলাইনে বিজ্ঞাপন দেখে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের মোবাইল পার্ক নামের দোকানে ফোন কিনতে যান। এসময় দোকানদার নির্দ্ধারিত ওই ফোনের মূল্য ১৫ হাজার টাকা নেন। কিন্তু ভাউচারে ওই ফোনের মূল্য ১৩ হাজার টাকা লেখেন।

এব্যাপারে অভিযোগ করলে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ওই দোকানের মালিক বিশ্বজিৎকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত চাউল পট্টি এলাকায় অভিযান চালায়। অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102