তার কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা বীরমাতা মালেকা বেগম (৯৬) গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন। মঙ্গলবার তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি গত দুইদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তৈয়বুর রহমানের তত্ত্বাবধানে আছেন।
ডাঃ তৈয়বুর রহমান জানান, বীরমাতার পা ফুলে গেছে, তার কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। এছাড়া লো প্রেসার এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আমারা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন বলে জানান তিনি।
এদিকে আজ দুপুরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার হাসপাতালে বীর মাতা মালেকা বেগমকে দেখতে যান এবং তার খোজ খবর নেয়ার পাশাপাশি শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন।