পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধারালো দা দিয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। পুলিশ তিনজনকে আটক করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সকিনা খাতুন (৩৫) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আহতরা হলেন, তাদের মেয়ে রাজিয়া খাতুন (১৫) ও সোনিয়া খাতুন (১৭)।
আটকরা হলেন, নিহতের বড় জা মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও ছেলে জাহিদ হাসান (১৩)।
প্রত্যক্ষদর্শী আহত রাজিয়া খাতুন জানান, স্বামীসহ সে (রাজিয়া) কয়েক মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছে। এ বিষয়টিসহ বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে তার মা সকিনার সঙ্গে তার বড় চাচি মর্জিনা খাতুনের প্রায়ই কথা কাটাকাটি হয়। বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মা বড় চাচিকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান ধারালো দা দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রাজিয়া আরো জানান, এ সময় তিনি ও তার বোন সোনিয়া ঠেকাতে গেলে তারাও গুরুতর আহত হয়। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
ওসি শেখ মনীর উল গীয়াস জানান, আটক তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।