নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল ফার্নিচারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলার আড়িয়াবো এলাকায় ‘হাতিম স্টিল এন্ড ফার্নিচার’-এর গুদামে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সৃষ্ট এই আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, হাতিম স্টিল এন্ড ফার্নিচারের গুদামের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখলে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। আগুনের শিখা চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। এসময় তিনতলা পুরো ভবনটিতে আগুন ধরে যায়।
পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১৪ টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।
ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
“তদন্তের পর ক্ষয়-ক্ষতি পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।”
এ ব্যপারে গণমাধ্যমকর্মীরা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কিছু বলতে রাজি হয়নি।