ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সাতক্ষীরায় করোনার উপসর্গে ৩ নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩০ বার পঠিত

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোরশেনে তিন নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ভবতোষ মন্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জাহেদা খাতুন (৭০), সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলার অব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও একই উপজেলার বাটকেখালি গ্রামের মোতাহার গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৬৫)।

ডা. ভবতোষ মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৯ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলনে (১) ভর্তি হন কলারোয়া উপজেলার গদখালি গ্রামের জাহেদা খাতুন। বৃহস্পতিবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শ্বাসকষ্ট ও নিমোনিয়া নিয়ে গত ১৯ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে (২) ভর্তি হন সাতক্ষীরা সদরের কাটিয়া আমতলার রিনা খাতুন। সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একইভাবে গত ১৯ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন সাতক্ষীরা সদরের বাটকেখালি গ্রামের রিজিয়া খাতুন। ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একইসাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এনিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102