মহামারী করোনা মোকাবেলায় সরকারি দায়িত্ব পালন করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। সদর উপজেলা স্বাস্থ্য-কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সদর উপজেলা স্বাস্থ্য-কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। রিপোর্টে পজেটিভ আসলে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।