ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫৯ বার পঠিত

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের পর থেকে টাইম স্কেল উত্তোলন করা যাবে অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারণকলিপি দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আজ রবিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে এর স্মারকলিপি প্রদান করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট এর পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ সেলিম তালুকদার এবং যুগ্ম আহবায়ক সুবোধ চন্দ্র মন্ডল।

এ সময় শিক্ষক নেতারা জানান, ২০১৩ সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর কার্যকর চাকুরীকালের ভিত্তিতে সারা দেশে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক তাদের টাইম স্কেল উত্তোলন করেছেন। এদের মধ্যে অবসরে গিয়ে মারাও গেছেন অনেকে।

চলতি বছরের ১২ই আগস্ট তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পত্র জারি করে বলা হয় যে, জাতীয়করণের পর থেকে টাইম স্কেল উত্তোলন করতে হবে। আর এ চিঠির ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছে জাতীয়করণকৃত যে সকল শিক্ষক টাইম স্কেল উত্তোলন করেছেন। তাই অর্থ মন্ত্রণালয়ের এ চিঠি প্রত্যাহারে দাবি জানান তারা। এছাড়া কার্যকর চাকুরীকালের ভিত্তিতে শিক্ষকদের সরকারের অন্যান্য সুবিধা প্রদানেরও দাবি জানান শিক্ষক নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102