গাজীপুরের টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। ৫ মাস আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ধীরে ধীরে সেগুলো আবার দখল হয়ে যায়। সেগুলো উচ্ছেদেই পুনরায় অভিযান চালায় বিআইডব্লিউটিএ। পরে পুরো এলাকায় গাছ লাগিয়ে দেয়া হয়।
রাতের আঁধারে আর কেউ যাতে দখল করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।