জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান এবং বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সাকিরুজ্জামান (রাখাল)-কে গত রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়েছে দুর্বৃত্তরা। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ময়মনসিংহে প্রেরণ করা হয়। বর্তমানে সে ময়মনসিংহের প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানায়, প্রতিদিনের মতো রাখাল চেয়ারম্যান দেওয়ানগঞ্জ পৌর বাজার থেকে নিজ বাসার দিকে রওনা দেন। বাজার থেকে বের হয়ে আজিজা রোজবার্ড কিন্ডারগার্টেনের সামনে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। মারাত্মক আহত রক্তক্ত চেয়ারম্যানকে হাসপাতালে নেওয়া হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. নাফিজুর রহমান বলেন, তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ২টায় ময়মনসিংহে প্রেরণ করেছি।
পারিবারিক সূত্র জানায়, পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে তার ওপর এই বর্বর হামলা চালানো হয়েছে। তারা এর বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বলেন, জড়িতদের ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা করি শিগগিরই আমরা তাদের ধরতে পারব।