খুলনা সিটি কর্পোরেশনের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে, সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে মেয়র তালুকদার আব্দুল খালেক বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা। বাজেটের রাজস্ব ব্যয় ১৬৬ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার টাকা। সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা।
এবার, নিজস্ব আয় বৃদ্ধি ও পরিকল্পনা, সরকার ও দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান মেয়র।