বেতন পান ৭২ মিলিয়ন ডলার, স্পন্সরশিপে আয় ৩২ মিলিয়ন ডলার।
বার্সলোনার ঘরের ছেলে লিওনেল মেসি। এই ক্লাবের হাত ধরেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বনেছেন মেসি। খ্যাতির সাথে অর্থ-কড়িও কামিয়েছেন বেশ।
বিশ্বের সবচেয়ে ধনী স্পোর্টসপারসনদের তালিকায় সেরা দশে আছেন মেসি। চলতি বছর মানে ২০২০ এ অবস্হান তিন নম্বরে। ওর চেয়ে বেশি ১০৬ আর ১০৫ মিলিয়ন আয় ফেদেরার আর রোনাল্দোর। মেসির ইনকাম ১০৪ মিলিয়ন। যার মধ্যে ৭২ মিলিয়ন ডলার কামিয়েছেন বেতন আর বোনাস মিলিয়ে। এছাড়া ৩২ মিলিয়ন আয় এন্ডোরসমেন্টে।
শুধু বেতনের হিসেবে বার্সার মেসির আয়ই সবচেয়ে বেশি। ওর চেয়ে কম ৭০ মিলিয়ন ডলার বেতন নেইমারের। আর রোনালদো য়্যুভেন্তাস থেকে আয় করেন ৬০ মিলিয়ন। ২০০৪ সালে থেকে বার্সেলোনায় ফুটবল খেলতে শুরু করা মেসির সব মিলিয়ে ক্যারিয়ারে আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার।