রাজশাহী নগরীর একটি ফাঁকা বাস থেকে মনি (২২) নামের এক হেলপারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭শে আগস্ট) দুপুর ১টার দিকে বাসে মরদেহ থাকার খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মনি নগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকার দিলীপ দাসের পুত্র। ‘আরপি চ্যালেঞ্জার’ নামের বাসটির হেলপার ছিলেন মনি। চারদিন ধরে বাসটি নগরীর খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারাজে ছিল।
নগরীর শাহমখদুম থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, চারদিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতি রাতেই হেলপার মনি বাসে এসে থাকতেন, সকালে চলে যেতেন। বুধবার দিবাগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এঘটনায় খুনীদের এখনো চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ধারে কাজ করছে।