নাঈমুল ইসলাম ভুঁইয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি; খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে বেআইনিভাবে টোলকেন্দ্র স্থাপন, ময়লা-আবর্জনা ফেলা, বিভিন্ন সংস্থা থেকে কর আদায়ের অভিযোগ উঠেছে। গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের জায়গায় জোরপূর্বক টোলকেন্দ্র স্থাপন, ময়লা আবর্জনা ফেলাসহ বিভিন্ন অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। তিনি জানান, ‘পৌর এলাকার বাইরে কোন প্রতিষ্ঠান থেকে ট্যাক্স আদায় করা হয় না। আসন্ন পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ঠেকানোর জন্য একটি অপকৌশল মাত্র।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের কনফারেন্স হলে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পহেলী চাকমাসহ এ ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার মেম্বাররা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’সহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম তার পৌরসভার নির্বাচনী এলাকার আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
এ ইউনিয়ন পরিষদের গ্রামবাসীর জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে উঠবে বলে মনে করছেন তারা। কারণ গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের এমন এমন দুর্গম এলাকায় গ্রাম ও রাস্তাঘাট রয়েছে যেখানে পৌর সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার কোনও সুযোগ নেই, অযথা এসব এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া গ্রামবাসীর ঘাড়ের উপর বাড়তি পৌর করের বোঝা চাপিয়ে দেয়া হবে, যা তাদের পক্ষে দেয়া সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে তারা অচিরেই তিন নম্বর গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের এলাকা খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত না করার জোর দাবি জানান।অন্যথায় এ ইউনিয়ন পরিষদের গ্রামবাসী আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন।