দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে সিনহা হত্যার মামলার মূল তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে।
দুপুরে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে আরও চারদিনের রিমান্ড চাইবে তদন্ত কর্মকর্তা। আসামিদের আইনজীবী আহসানুল হক হেনা জানান, রিমান্ড আবেদনের বিরুদ্ধে তারা আদালতে জোর যুক্তিতর্ক তুলে ধরবেন। পাশাপাশি জামিন আবেদনও করবেন তারা।
এর আগে, প্রথম দফায় সাতদিন ও দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড নেয়া হয় সিনহা হত্যার অভিযুক্ত তিন আসামিকে। গতকাল তিন আসামিকে আদালতে হাজির করার কথা থাকলেও, তা করা হয়নি।
এদিকে, বৃহস্পতিবার আদালতে এপিবিএন সদস্য শাজাহান ও রাজীব জবানবন্দি দেয়ার পর দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।