রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পলাতক কয়েদিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ।
পলাতক আসামী মিন্টু মিয়াকে বাবু বাজার ব্রীজের নিচ থেকে হ্যান্ডকাফসহ রাস্তায় ঘুরাঘুরি করছে এমন অবস্থায় উদ্ধার করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কতৃপক্ষ।
সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, শনিবার ভোররাতে আসামি মিন্টু মিয়া পালানোর ঘটনায় দায়িত্বে থাকা তিনজনক সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ডিএমপি কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মিটফোর্ড হাসপাতাল থেকে শনিবার (২৯ আগস্ট) ভোর আনুমানিক চারটার দিকে পালিয়ে যায় এই কয়েদি।
পলাতক আসামির নাম মিন্টু মিয়া। টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি সে।
শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাকে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে পাঠানো হয় হাসপাতালে।
জানা যায়, তিনজন কারারক্ষী ছিল মিন্টুর সাথে। পালিয়ে শ্বশুর বাড়ি যায় আসামি মিন্টু। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।