ঈশ্বরদীর প্রতিনিধি, শাহীন উদ্দীন: করোনার কারনে এবছর পবিত্র আশুরার ঐতিয্যবাহী তাজিয়া মিছিল মিলিত হতে পারলো না ঈশ্বরদীর লোকো মাঠ প্রাঙ্গনে। শত বছরের ঐতিয্য এই তাজিয়া মিছিল আশুরার প্রধান অনুষ্ঠান।
মোঃ পিয়ারু খান (৭০) বলেন, আমার জন্মের পর থেকে আমরা এই আশুরার দিনে তাজিয়া মিছিল দেখে আসছি যা আমার বাপ দাদারাও পালন করতো, আশুরার দিনে প্রতিটি চক থেকে তাজিয়া বের করে নিয়ে লোকো মাঠে মিলিত হয় এবং তাজিয়া কোলাকুলি হয়, পরে লোকো গোরস্হান কারবালা গেটে গিয়ে আশুরার সমস্ত কার্যক্রম সমাপ্ত হয়।
তাজিয়া মিছিলে চলে লাঠি খেলা,ঝর্না খেলা সহ বিভিন্ন রকমারী খেলা,বড় বড় ঢোলের বাজনা সহ রাত্রে আগুনের বিভিন্ন খেলাধুলা।
তিনি আরো বলেন ৮৫ সালের আগ পর্যন্ত এই তাজিয়া মিছিল ঈশ্বরদীর সমস্ত শহর প্রদক্ষিন করতো।
সূত্রে জানা যায় করোনার কারনে এবারে জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আশুড়ার তাজিয়া মিছিল বন্ধ করা হয়। লোকো মাঠের এই তাজিয়া মিছিল দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসে তাজিয়া মিছিল না দেখতে পেরে হতাশ হয়ে বাড়ী ফিরে যান।