শাজাহানপুর প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলা ছাত্রদল উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (৩০ আগস্ট) বাদ আছর উপজেলা দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের ও করোনায় আক্রান্ত বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক রিগ্যানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা ছাত্রদলে আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম আহবায়ক ডাক্তার বজলুর রহমান নিলু, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহিন, আবু শাহিন সানি, আজিজুর রহমান বিদ্যুৎ, ইউনিয়ন বিএনপি নেতা বাদশা, আব্দুল হান্নান হাজী। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাশফিকুর রহমান মামুন, শাহাদাত হোসেন, শিবলী, থানা যুবদল নেতা পলাশ, ইউনিয়ন ছাত্রদলনেতা রিপন, পারভেজ, রনি, রবিউল, পায়েল, জনি,আলিফ, আল আমিন, সুমন সরদার, মাহিন, সুমন, শামিম, আরিফ, জাহিদ, হিমেল, জিহাদ, রাহিম, শাকিল, নাইম, মিশু, নাকিব, আরাফাত প্রমুখ।