মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার বীর উত্তম সিআর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে। তার মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট সোমবার (৩১ আগষ্ট) সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার একমাত্র ছেলে, মেয়ে ও আত্মীয় স্বজন ও তার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মরদেহ নামার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তাঁকে নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে। আজ (সোমবার) তাঁর মরদেহ সেখানেই রাখা হবে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় শুরু হবে বীর উত্তম চিত্তরঞ্জন দত্তের শেষকৃত্য অনুষ্ঠান। প্রথমে বনানীর ওল্ড ডিওএইচএস এ তাঁর বাসভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করবেন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা। এরপর মরদেহ নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আরেক দফা শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে সবুজবাগ শ্মশানে।
’৭১ এর বীর এই সন্তানের ইচ্ছে অনুযায়ী দেশের মাটিতেই মঙ্গলবার বিকেল ৩টায় তাঁর দাহ সম্পন্ন হবে।
৯৩ বছর বয়সী সিআর দত্ত গত ১০ বছর থেকে যুক্তরাষ্ট্রে তাঁর মেয়ের বাসায় অবস্থান করছিলেন। গত ২৫ আগস্ট তিনি মারা যান। মুক্তিযুদ্ধের সময় তিনি ৪ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষে বাংলাদেশ রাইফেলস এর প্রথম পরিচালক ছিলেন সিআর দত্ত, যার বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি তাঁর নামেই নমকরণ করা হয়েছে।