শাজাহানপুর প্রতিনিধি; বগুড়া শাজাহানপুর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছোট মাছ চাষ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার রুমে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলার বিভিন্ন মৎস্যচাষী ও মৎস্য খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন সভাপতিত্বে মাছ চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা টি সঞ্চলনায় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন।
মাছ চাষ বিষয়ক দু’দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা সোমবার ও মঙ্গলবার পর্যন্ত চলবে।
এ প্রশিক্ষণ গ্রহণ করে মৎস্য চাষীরা ছোট মাছ চাষ করে উপকৃত এবং মৎস্য চাষে সাফল্য আসবে বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন