জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (0১ সেপ্টেম্বর) সকালে মারা যাওয়া শহিদুল ওই গ্রামের জামেদ আলীর ছেলে।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শহিদুল ইসলাম নিজের পুকুরে সোমবার একটি বৈদ্যুতিক সেচ পাম্প চালু করেন। মঙ্গলবার সকালে শহিদুল ওই পুকুরে যাচ্ছিলেন। পথে এক পর্যায়ে কাদাযুক্ত জায়গায় পা পিছলে পড়ে একটি লাঠির সঙ্গে ধাক্কা লাগে তার। আর সেই লাঠিতে বৈদ্যুতিক তার আর্থিন হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ওসি আরও জানান, মৃত্যুর খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শহিদুলের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।