ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

‘নেতৃত্বের দুর্বলতা কাটিয়ে সঙ্কট মোকাবিলাই বিএনপির চ্যালেঞ্জ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩ বার পঠিত

গণতন্ত্রের চর্চা সীমিত হওয়ায় বিএনপির ঝুলিতে একের পর এক ব্যর্থতা জমা হয়েছে বলেই মনে করেন সাবেক ও বর্তমান নেতারা।
নেতৃত্বের দুর্বলতা, সঠিক পরিকল্পনার অভাব আর আদর্শচ্যুতির কারণেই রাজনীতিতে কঠিন সময় পার করছে বিএনপি। ৪২ বছর পেরিয়ে ৪৩ এ পা দিতে যাওয়া দলটির সাবেক ও বর্তমান নেতারা বলছেন, যখন থেকে দলে গণতন্ত্রের চর্চা সীমিত হয়েছে তখন থেকেই একের পর এক ব্যর্থতা জমা হয়েছে বিএনপির ঝুলিতে। তবে, আশার আলোও দেখছেন তারা। তার জন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেয়ার পরামর্শ তাদের।

যে দলে কোনো দায়বদ্ধতা নেই, সঠিক নেতৃত্ব নেই সে দলে রাজনীতি করা যায় না, এমন অভিযোগেই বিএনপি থেকে পদত্যাগ করেন এম মোর্শেদ খানের মতো বর্ষীয়ান নেতা। সাবেক দল নিয়ে যদিও এই মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। তবুও চারদশকের বেশি সময় পথচলা বিএনপি থেকে প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি কিংবা নাজমুল হুদার মতো প্রতিষ্ঠাকালীন নেতার চলে যাওয়া কী শুধুই ব্যক্তিগত কারণে?

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা জানান, স্পর্শকাতর বিষয়ে সব কথা সবসময় বলা যায় না।’

১৯৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক উর্দি পরা ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতায় আসেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পেছন ফিরে সেই ৪২ বছরের নানা সমীকরণ তুলে ধরেন বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের আরেক সঙ্গী।

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তম বলেন, ‘যারা আমাদের সঙ্গে যুবদল করতো তার এখন বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে, আবার ২০০১ সালে জাতীয় পার্টি থেকে যারা বিএনপিতে যোগ দেয় তারাও স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেয়েছে। জুনিয়রা যখন ওপরের আসনে স্থান পায় তখন আমাদের রাজনীতি থেকে অব্যাহতি অথবা অবসর নেয়া উচিত।’ দলের উপযুক্ত পরিকল্পনা প্রয়োজন বলেও জানান দলের এ ভাইস চেয়ারম্যান।

দলের নীতিনির্ধারকরা বলছেন, নানা চড়াই উৎরাই পার করে আজকের অবস্থানে বিএনপি। ঐক্যবদ্ধভাবে সঙ্কট মোকাবিলার পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষাই তাদের জন্য নতুন বছরের চ্যালেঞ্জ। আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা নতুন বছরের পথচলায় সঠিক নির্দেশনা ও পরিকল্পনা আসবে কেন্দ্র থেকে।

১৯৮১ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান খুন হওয়ার পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসে বিএনপি। দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন দণ্ডিত হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করছেন তারেক রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102