আর মাত্র ক’দিন পরেই শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৩তম আসর। প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। তবে ব্যতিক্রম একটা জায়গায়। এবার গ্যালারি থেকে নয়, ঘরে বসে টিভিতেই উপভোগ করতে হবে খেলা।
তাই স্বভাবতই প্রশ্ন ওঠে কেমন হবে এবারের আসর? আর এবারের আসর থেকে আয় কেমন হতে পারে? এমন কৌতূহলী প্রশ্নে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সংখ্যক দর্শক টিভিতে খেলা দেখবেন। এর ফলে টিভি সম্প্রচারকারী সংস্থাগুলোর আয়ও বেড়ে যাবে কয়েকগুণ।
করোনাকালে প্রিয় দলের খেলা সরাসরি প্রত্যক্ষ করার জন্য টিভি চ্যানেলগুলোই ভরসা সমর্থকদের। সেক্ষেত্রে এবারের আইপিএলে সর্বোচ্চ টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক অনলাইন শোতে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘টিভি সম্প্রচারকারী সংস্থা আশা করছে, এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ আইপিএল দেখবেন। মাঠে না যেতে পারলেও টিভির পর্দায় অবশ্যই সকলে চোখ রাখবেন। এটা এবারের অন্যতম ইতিবাচক দিক।’
করোনার মহমারীর মাঝেও আইপিএল আয়োজন বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় বোর্ডের এই সর্বোচ্চ কর্মকর্তা। মূলত টুর্নামেন্টটি সঠিকভাবে আয়োজন করার মাধ্যমে মানুষের মনোবল বৃদ্ধি করাই তাদের লক্ষ্য বলে জানান সৌরভ।
এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা চাইলে আইপিএল নাও করতে পারতাম। কিন্তু আইপিএল আয়োজন করে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করতে চেয়েছি যে, সবকিছু একদিন স্বাভাবিক হয়ে উঠবে।’