মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রাত ৯:৪৫ মিনিটের দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার অর্থোপেডিক্স পুরুষ ওয়ার্ডে আগুন লাগে।
তাৎক্ষণিক খবর পেয়ে মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিসের ইউনিট হাসপাতালে পৌছে ৫মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুন লাগার সংবাদে পুরো হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। পুরাতন ও নতুন ভবনের সকল রোগী ও স্বজন, স্টাফ নার্সরা নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিস জেলা স্টেশনের অফিসার জালাল আহমদের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের পাশাপাশি মৌলভীবাজার মডেল থানার এ এস আই মাহবুবুল আলম ও এ এস আই নাফিস আহমদ সঙ্গীয় ফোর্সসহ সহযোগীতা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর জানান, কেউ সিগারেট খেয়ে বাথরুমের পাশে ইলেকট্রিক ওয়ারের পাশে ফেলে দিলে সেখান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর রোগীদের আবার হাসপাতালের ওয়ার্ডে তোলা হচ্ছে। রোগী ও হাসপাতালে অবস্থানরত কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।