ads
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

বার্সেলোনায় মেসির বাবা; বন্ধু সুয়ারেজের সাথে নৈশভোজে মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪ বার পঠিত

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির দলবদল দ্বন্দ্বে আজ বড় মোড় নিতে পারে। ক্লাব সভাপতি বার্তেমিউর সাথে আলোচনায় বসতে কাতালুনিয়ার রাজধানীতে পৌঁছেছেন লিওর বাবা ও এজেন্ট হোর্হে মেসি। এদিকে বার্সা ছাড়ার ঘোষণার পর প্রথমবার জনসম্মুখে দেখা গেছে এল এম টেনকে। মেসির সম্ভাব্য গন্তব্যের তালিকায় যোগ হয়েছে দুবাইয়ের এক ক্লাব। অদ্ভূতুরে প্রস্তাব দিয়েছে তারা।

শীর্ষ গনমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, শত কোটি মানুষের চোখ লিওনেল মেসির দিকে।

বার্সেলোনা আর মেসি দ্বন্দ্বের উপসংহার ঘটতে পারে শিগগিরই। ক্লাব সভাপতির সাথে আলোচনা করতে কাতালুনিয়ার রাজধানীতে এসে পৌঁছেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। আর্জেন্টিনার রোজারিও থেকে মেসির নিজস্ব বিমানে করে দীর্ঘ সাত ঘন্টার ফ্লাইট পাড়ি দিয়েছেন হোর্হে।

স্প্যানিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি ২০২২ পর্যন্ত লিওকে রেখে দিতে চায় ব্লগ্রানারা। অন্যদিকে ৭০০ মিলিয়নের বাই আউট ক্লজ থেকে মুক্তির পথ নিয়ে আলোচনা করবেন মেসির বাবা।

তবে মেসি মানসিকভাবে বার্সেলোনা ছেড়ে গেছেন বলে দাবি আর্জেন্টিনার সাবেক ফুটবলার জর্জ ভালদানোর। আর সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা দেখেন না বার্সেলোনার ভাবী প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ট।

মেসির কঠিন সময়ে বার্সা সতীর্থদের মুখ বন্ধ। দলের কোন সদস্য এ বিষয়ে যেমন মন্তব্য করেনি ঠিক তেমনি তার সাথে যোগাযোগও করছে না। তবে ব্যতিক্রম বন্ধু লুইস সুয়ারেজ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত মেসি-সুয়ারেজ ডিনার হয়েছে বার্সেলোনারই এক রেস্টুরেন্টে। ছুটে এসেছেন লিওর ম্যানেজার ও পরামর্শক পেপে কস্তাও।

এদিকে লিওনেল মেসি ও বার্সার দ্বন্দের সুযোগ নিতে উঠে পরে লেগেছে জানা-অজানা ক্লাবগুলো। এই যেমন দুবাই আইরিশ এফসি। ক্লাবের সভাপতি ডেনিস ম্যাকগেটিগান ইতোমধ্যে বার্সেলোনাকে প্রস্তাবও দিয়েছে। যদিও মেসির বেতন নিয়ে চিন্তিত ক্লাব প্রেসিডেন্ট। তবে এর বিকল্প পথ ঠিকই বের করেছেন তিনি, অর্থের পাশাপাশি সমুদ্রপাড়ে বিলাসবহুল ভিলা, ডেজার্ট সাফারি আর আনলিমিটেড চিকেন উইংস-এর প্রস্তাব করতে চান দু্বাই আইরিশের মালিক।

এই দলেই কিন্তু এক বছর খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্প্যানিশ ফুটবলার মিচেল সালগাদো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102