ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন: হয় বিয়ে না হয় আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় বিয়ের দাবিতে লালচাঁদ (২৮) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের বাড়িতে শান্তা আক্তার (২৩) নামে এক তরুণী অনশন শুরু করেছেন।

মঙ্গলবার দুপুরে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি চকপাড়া গ্রামে লালচাঁদের বাড়িতে ওঠেন শান্তা। লালচাঁদ ও শান্তা সম্পর্কে মামাত-ফুফাত ভাই বোন।

শান্তা বলছেন, তার সাফ কথা- লালচাঁদ তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। তবে প্রেমিক লালচাঁদের দাবি- তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

প্রেমিক লালচাঁদ শামুকজানি গ্রামের রাহেদ খাঁ’র ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অনশনরত তরুণী বেড়া উপজেলার সানিলা শাহপাড়া গ্রামের আতোয়ার প্রামানিকের মেয়ে।

শান্তা আক্তার জানান, লালচাঁদের সাথে তার দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক। ৪ বছর আগে শান্তাকে তার বাবা-মা পাবনা সদর উপজেলায় বিয়ে দেন এবং সে সংসারের একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ের পরও তাদের পরকীয়া চলতে থাকে। লালচাঁদ শান্তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে এক বছর আগে শান্তা বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নানা বাড়ি শামুকজানি গ্রামে (লাল চাঁদের বাড়িও এ গ্রামে) থেকে যান।

এ সময় লালচাঁদ শান্তার সাথে স্বামীর মত অধিকার ভোগ করেন। স্থানীয়রা ও লালচাঁদের পরিবার টের পাওয়ার পর লালচাঁদ শান্তাকে নিয়ে বেড়া পৌর সদরে সানিলা পাড়ায় স্বামী- স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এ সময় লালচাঁদ মাঝে মধ্যে ঢাকায় যাতায়াত করতেন। কিন্তু তার বাড়ির লোকজন জানতেন তিনি ঢাকাতেই আছেন।

কয়েক মাস পর শান্তা তাকে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানান লালচাঁদ। পড়াশোনা শেষের কথা বলে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।

শান্তা জানান, লাঁলচাদের পরিবার বিষয়টি এবারও ঘটনা জানার পর তাকে বেড়া থেকে পালিয়ে যেতে বলেন। সে মোতাবেক গত (বুধবার) ২৬ আগস্ট সন্ধ্যায় লালচাঁদ গোপনে ভাড়া বাসা থেকে পালিয়ে চলে যান। তখন তিনি মহাবিপদে পড়ে যান।

এরপর গত ২৭ আগস্ট শান্তার সাথে লালচাঁদের কথা হয়। এসময় বিয়ের কথা বললে তিনি সাফ জানান, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এরপর থেকে শত চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারেননি তিনি। এ ঘটনার পর থেকে শান্তা লালচাঁদের বাড়িতে যোগাযোগ করলে স্থানীয় এক ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলেন।

শান্তা বলেন, তিনি নিরুপায় হয়েই সোমবার থেরে বিয়ের দাবিতে অনশন করছেন। প্রেমিক লাঁলচাঁদ তাকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।

এ বিষয়ে লালচাঁদ মোবাইল ফোনে জানান, শান্তা তার সম্পর্কে আত্মীয়। তার সাথে মাঝেমধ্যে ফোনে কথা হতো। তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র চলছে।

করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী বাগচী বলেন, প্রতারণা করে থাকলে তার শাস্তি হওয়া দরকার। তার কাছে অভিযোগ আসলে তিনি গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মঙ্গলবার রাতে জানান, বিয়ে বা পরকীয়ার বিষয়টি পুলিশের দেখার বিষয় নয়। তবে প্রতারণার ব্যাপারে অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, সোমবার রাত পর্যন্ত কেউ কোন অভিযোগ দেন নাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102