ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান ও প্রধান শিক্ষিকা মরিয়ম বেগমের বিরুদ্ধে শিক্ষকদের স্থায়ী নিয়োগের দাবিতে গ্রহণকৃত টাকা আত্মসাৎ, প্রতিষ্ঠানের উন্নয়নের নামে দুনীর্তি এবং প্রতিষ্ঠানের জমি নিজের নামে করা সহ প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে বিক্ষোভ করেছে উক্ত প্রতিষ্ঠানের প্রায় ৪০/৪৫ জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বৃহস্পতিবার সকালে শহরের জামিলনগর এলাকায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানের সামনে অভিযুক্তদের বিচার ও নিজেদের টাকা ফেরত চেয়ে বিক্ষোভ করেন তারা। তবে এ বিষয়কে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবী করে নিজেকে নির্দোষ দাবি করেছেন আব্দুল হান্নান।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ২০১৭ সালে অধ্যক্ষ আব্দুল হান্নান ও প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণ ও চাকুরী স্থায়ীকরন সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করার জন্য ৪০/৪৫ জনের কাছে থেকে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু তারা প্রতিষ্ঠানের জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের নামে না করে নিজ নামে করেছে, প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করেনি এবং ৩ বছর পেরিয়ে গেলেও অদ্যবধি তাদের কোন বৈধ নিয়োগ দেয়নি মর্মে অভিযোগ করেন বিক্ষোভকারী শিক্ষকবৃন্দ। বিক্ষোভকারীদের মাঝে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন এবং তারা স্থায়ী নিয়োগ অথবা তাদের দেয়া কষ্টের টাকাগুলো ফেরত চান।

পরবতীর্তে ঘটনাস্থলে অভিযুক্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকা আসলে তারা শিক্ষকদের বিক্ষোভের মুখে পরেন, বিচারের দাবিতে ভুক্তভোগী শিক্ষকরা বিভিন্ন স্লোগানও দেন এবং দুনীর্তি দমন কমিশন তথা সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দ্বারা সঠিক তদন্তের জোর দাবি জানাই তারা। সেই পরিস্থিতি থেকে পরে পুলিশের হস্তক্ষেপে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ ব্যাপারে প্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ জানান, উক্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষিকা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি রক্ষা করার জন্য এসব কাজ করছেন। অফিশিয়ালি কাউকে কোন হিসাব দিচ্ছেন না তারা।

তিনি অচিরেই শিক্ষক-শিক্ষিকাদের বৈধ নিয়োগপত্র প্রদান করা সহ প্রতিষ্ঠান সমস্ত হিসাবপত্র অফিশিয়ালি ভাবে দাখিল করার জন্য আহ্বান জানান। অভিযুক্ত প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম বলেন, তারা সবার কাছ থেকে রশিদমূলে টাকা নিয়েছে এটা সত্য। সে টাকাগুলো দিয়ে প্রতিষ্ঠানের জমি ভরাট করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কারও কোনো টাকা আত্মসাৎ করা হয়নি। কারো চাকরিও যায়নি। করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় কাউকে ডাকা হয়নি এটাই একটি কারণ হতে পারে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল হান্নানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি টাকা আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, শিল্প সমবায় সমিতি থেকে তারা চুক্তিভিত্তিক জায়গাটি ভাড়া নিয়েছে তাই নিজের নামে চুক্তিনামা করা হয়েছে। শিক্ষকদের টাকা ফেরতের ব্যাপারে তিনি বলেন, যেহেতু প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যে রশিদমূলে টাকা নেওয়া হয়েছে তাই কেউ টাকা ফেরত চেয়ে লিখিত দিলে শূণ্য শিক্ষকের স্থান পূরণসাপেক্ষে টাকা ফেরত দিয়ে দিবে মর্মে জানান তিনি। উল্লেখ্য, বগুড়া জামিলনগরে অবস্থিত উক্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিনধরেই বিভিন্ন সময়ে কোন্দল বিরাজমান আছে, সেই সাথে টাকা আত্মসাতের পাশাপাশি নানা অনিয়ম ও দুনীর্তিরও অভিযোগ উঠেছে প্রায় প্রতিটি সময়ই। তাই দ্রুততম সময়ে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102