ব্রাজিল নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন থেকে পুরুষ দলের সমানই বেতন ও ম্যাচ ফি পাবেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি হোজেরিও কাবোকলো বুধবার দিয়েছেন এমন ঘোষণা।
তার মানে নারী দলে খেলা মার্তা, ফরমিগা আর লেতিসিয়া সান্তোসরা বিশ্বখ্যাত তারকা নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনোর সমান বেতন পাবেন। এর ফলে ব্রাজিল দলে আর লিঙ্গ বৈষম্য থাকছে না। সবাই পুরুষ ফু্টবলারদের যে চোখে দেখবে একই চোখে দেখবে নারী ফুটবলারদের’
এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর নরওয়ে নারী ও পুরুষ খেলোয়াড়দের সমান পারিশ্রমিক দেয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নারী দল ২০১৯ সালে পুরুষের সমান বেতনের দাবিতে আদালত পর্যন্ত যায়। বিচারক সেটা খারিজ করে দিলেও আপিল করেছে মার্কিন মেয়েরা। ব্রাজিলে সমান বেতনের জন্য আবেদন করা হয় গত মার্চে যেটা কার্যকর হবে আগামী অলিম্পিক গেমস ও নারী বিশ্বকাপে।