ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

৬ মাসের মধ্যে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১১ বার পঠিত

টানা তৃতীয় মাসের মতো দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে খাদ্যপণ্যের দাম। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসের তুলনায় আগস্টে খাদ্য মূল্যসূচক গড়ে ১.৮ পয়েন্ট বেড়ে ৯৬.১ পয়েন্টে দাঁড়িয়েছে। শতকরা হিসাবে বেড়েছে ২ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২.১ পয়েন্ট। উর্ধমুখী ধারার এই মূল্যসূচক গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এর কারণ হিসেবে অবশ্য ডলারের দরপতনকেও চিহ্নিত করা হয়েছে। মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষে সুগার (চিনি) ও ভেজিটেবল অয়েল। আগস্টে খাদ্যশস্যের দামও শক্ত অবস্থানে ছিল। তবে, মাংস ও দুগ্ধজাতীয় খাবারের দাম ছিল জুলাইয়ের মতোই। ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত সবচেয়ে এই মূল্যসূচক সর্বোচ্চ প্রায় ১৩২ পয়েন্টে (১৩১.৯) উঠেছিল।

জুলাইয়ের চেয়ে ৬.৭ শতাংশ বেড়ে আগস্টে চিনির মূল্যসূচক দাঁড়িয়েছে ৮১.১ পয়েন্টে। জুলাইয়ে এই সূচকের অবস্থান ছিল ৭৬ পয়েন্টে। গতবছরের আগস্টের তুলনায় এই সূচক ৪.৯ পয়েন্ট ও শতকরা হিসাবে ৬.৪ শতাংশ বেশি। দুগ্ধজাতীয় খাদ্যপণ্যের সূচক দাঁড়িয়েছে ১০২ পয়েন্টে। যা প্রায় জুলাই মাসের মতোই। তবে, গবছরের আগস্টের চেয়ে ১.৭ পয়েন্ট ও ১.৭ শতাংশ বেশি।

আগস্টে ভেজিটেবল অয়েলের মূল্যসূচক দাঁড়িয়েছে ৯৮.৭ পয়েন্টে। যা জুলাই মাসের তুলনায় ৫.৯ শতাংশ ও ৫.৫ পয়েন্ট বেশি। এবং জানুয়ারির পর এটিই সর্বোচ্চ। গত মাসে খাদ্যশস্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ৯৮.৭ পয়েন্টে। জুলাইয়ের তুলনায় যা ১.৮ পয়েন্ট ও প্রায় ২ শতাংশ (১.৯) বেশি। এক বছর আগের একই সময়ের তুলনায় যা ৬.৫ পয়েন্ট ও ৭ শতাংশ বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102