বখাটেরা তুলে নিয়ে শ্লীলতাহানী চেষ্টার অপমান সইতে না পেরে সিফাত সুলতানা ওরফে স্বর্ণা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শ্লীলতাহানির চেষ্টা ও আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে রিহান ইসলাম (২৩) ও সৌরভ (২২) নামে দুই তরুণের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করেন।
নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার রিহান ইসলাম (২৩) সিফাতকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তা থেকে সিফাতকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করে রিহান। একসময় ওই কিশোরী বখাটের হাত থেকে পালিয়ে গিয়ে বাড়িতে চলে আসে। পরে অপমান সইতে না পেরে শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।
ওই কিশোরীর স্বজন ও স্থানীয়রা জানান, নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত স্বর্ণা। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করত রিহান। এর আগে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। তখন রিহানের বাবা-মা তাদের ছেলে এ ধরনের ঘটনা আর ঘটাবে না বলে স্বর্ণার পরিবারকে আশ্বস্ত করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে স্বর্ণাকে বাড়ির পাশের রাস্তা থেকে মোটরসাইকেলে করে রিহান ও সৌরভ নামে অপর এক তরুণের সঙ্গে যেতে দেখেন স্থানীয় লোকজন। পরে রাত ১০টার দিকে ওই কিশোরী বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে তার মাকে জানায়, বখাটে রিহান ও সৌরভ তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং খাস নওগাঁ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে।
আত্মসম্মানের ভয়ে সিফাতের বাবা-মা রিহানের বিরুদ্ধে তখন কোনও অভিযোগ করেননি। এরপর শুক্রবার রাতে নিজের শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সিফাত।
ওই কিশোরীর বাবা দীপু দেওয়ান বলেন, বখাটে রিহান অনেক দিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করছিল। এ ব্যাপারে রিহানের মা-বাবাকে বলেও কোনো কাজ হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিহান আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। তার ওপর শারীরিক নির্যাতন চালায়। আমার মেয়ে এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।