দোয়ারাবাজারে সাবেক এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম মো মইজ উদ্দিন (৫০)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি বিষপান করলে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মইজ মেম্বার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শ্যামারগাও গ্রামের নিয়ামত উল্ল্যাহর ছেলে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে জমিতে দেয়ার কীটনাশক ও ইঁদুর মারার বিষপান করে তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।