নাটোর শহরের রামাইগাছী এলাকায় মাটি চাপা পড়ে কালাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ওই এলাকার প্রবাসী আক্কাস আলীর স্ত্রী রোকেয়া বেগম তার বাড়িতে সেপটিক ট্যাংক বানানোর জন্য সকালে মাটিকাটা শ্রমিক নিয়োগ করেন। গর্ত খননকালে দুপুরে হঠাৎ মাটি ধসে চাপা পড়ে ২ শ্রমিক। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরে গুরুতর আহত কালামকে ফায়ার সার্ভিস কর্মীরা নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল শেখ সদর উপজেলার তেবারিয়া এলাকার ইন্দু শেখের ছেলে।
অপর শ্রমিক সুস্থ রয়েছেন বলে জানান নাটোর থানার এসআই আরিফুর রহমান।