রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণের মতো বড় বড় প্রকল্পে চাকরি দেয়ার কথা বলে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের নামে হাতিয়ে নেয়া হচ্ছিল টাকা।
এমন বিভিন্ন অভিযোগে চারটি ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। আটক করা হয়েছে ১০ জনকে; দেয়া হয়েছে সাজা ও অর্থদন্ড।
রাজধানীর খিলক্ষেতের এই আবাসিক ভবনের দুটি ফ্লোরে দুটি চাকরিদাতা প্রতিষ্ঠানের অফিস। নিয়োগ পেতে এসেছেন চাকরি প্রত্যাশীরাও। দেশের বড় বড় প্রকল্প ছাড়াও ব্যাংক, বীমা কোম্পানিতে চাকরির গ্যারান্টি আর বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিতো প্রতিষ্ঠানদুটি। শুধু তাই নয়, চাকরির জন্য পরীক্ষাও লাগবে না। শর্ত, শুধু দিতে হবে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য টাকা।
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পেয়ে সেখানে হানা দেয় র্যাব। মিলে অভিযোগের সত্যতা। ভবন ভাড়া নিলেও ব্যবসার অনুমোদনও ছিলো না কারো। র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান,’নিয়োগ দেয়া হবে। এ কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। মেডিক্যালের নামে পাঁচ হাজার টাকা আর জামানত হিসেবে এক লাখ টাকা করে প্রত্যেকের কাছ থেকে নেয়া হয়েছে। এই প্রতিষ্টানটির রিক্রুটিং কোন লাইসেন্স নাই।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানদুটোর প্রধানেরা।
এদিকে, র্যাব-৩ , পরিবেশ অধিদপ্তরে ও এনএসআইয়ের যৌথ অভিযানে রাজধানীর দেবীদাসঘাট লেনে পাঁচটি প্রতিষ্ঠান থেকে এক লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন,’উৎপাদন, বাজারজাত, বন্টন এবং বহনের কাজে জড়িত থাকার কারণে এই প্রতিষ্ঠানের কয়েকজন কারিগরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।’
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।