ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দুর্নীতিকেই মূল রাজনীতি হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সদরঘাট-কেরাণীগঞ্জ পারাপারে ১০০ বছরের অধিক পুরনো গুদারাঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বন্ধ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
রোববার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে গয়েশ্বর বলেন, সদরঘাট-কেরাণীগঞ্জ গুদারাঘাট বন্ধের ফলে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করা মানুষগুলো বেকার হয়ে তাদের পরিবার-পরিজন নিয়ে পথে বসে যাবেন। বহু গার্মেন্টসর্মী নিম্ন ও আয়ের মানুষ এই নৌকায় পারাপার করেন। কেরানীগঞ্জের ব্যবসায়ীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, একে তো কোভিড-১৯ এর প্রভাবে মানুষ চরমভাবে আর্থিক অনটনের মধ্যে বাস করছে। তার মধ্যে সদরঘাট-কেরাণীগঞ্জ গুদাঘাট বন্ধ করার সিদ্ধান্ত কেরানীগঞ্জবাসীর জন্য মরার ওপর খাড়ার ঘা।