করোনার প্রভাব এখন সব জায়গায়। এই ভাইরাসের প্রভাবে দীর্ঘ দিন বন্ধ ছিল প্রায় সব ধরনের ক্রীড়ানুষ্ঠান। অবশেষে আংশিক ফিরতে শুরু করেছে ক্রিকেট। তবে করোনার ভয় আছেই।
এমন অবস্থায় ক্রিকেট বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। তার কাউন্টির দল সাসেক্স তাকে নিষিদ্ধ করেছে।
আগস্টে মিডলসেক্সের বিপক্ষে কাউন্টির ম্যাচ চলাকালীন বল সাইন করতে স্যানিটাইজার ব্যবহার করেন এ পেসার। প্রাথমিক তদন্তের পর তাকে সরিয়ে নেয় সাসেক্স। আনুষ্ঠানিক অভিযোগ আসার পর গভীর তদন্ত করে ক্লাবটি। শেষ পর্যন্ত নিষিদ্ধই হন এ ক্রিকেটার।
সাসেক্স নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘মিচ ক্লেডনকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বিধিনিষেধ অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে। আমাদের হয়ে মিডলসেক্সের বিপক্ষে বোলিংয়ের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিল ক্লেডন।’
করোনাভাইরাসের সংক্রমণের পর মাঠে ক্রিকেট ফেরাতে কিছু নিয়ম বেঁধে দিয়েছে আইসিসি। এর মধ্যে অন্যতম ক্রিকেট বলে আর লালা বা ঘাম ব্যবহার করা যাবে না। এছাড়া আইসিসির গাইডলাইনে বলা আছে বল ধরার পূর্বে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। বল ধরার পর চোখ, নাক বা মুখে হাত দেওয়া যাবে না। মাঠে বল নিয়ন্ত্রণ করার জন্য আম্পায়ারদের হাতে গ্লাভস পরে নামতে হবে।