নারায়ণঞ্জের তল্লায় মসজিদের বিস্ফোরণে মারাত্মক দগ্ধ ৮ জনের অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। সকলেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটসহ সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন সবারই যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে তাই কার কত শতাংশ পুড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়। শ্বাসনালী পোড়া কেউই শঙ্কামুক্ত থাকেন না বলেও জানান ডা. সামন্ত লাল সেন।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জনই মারা গেছেন। আর একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৮ জনের চিকিৎসা চলছে।
এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটন ও গ্যাস পাইপ লিকেজ শনাক্ত করতে ঘটনাস্থলে তৃতীয় দিনের মতো খোঁড়াখুড়ি করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল থেকেই নগরীর পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদের গেটের সামনে ও দুই পাশের গলিতে কাজ চলছে। সোমবার মসজিদের উত্তর পাশের পাইপে দু’টি লিকেজ শনাক্ত হয়। এছাড়া, মাটির পাঁচ ফুট গভীরে প্রধান লাইনের সংযোগটি খুঁজে পেয়েছেন শ্রমিকরা। যার মধ্যে পৌনে এক ইঞ্চির সংযোগ লাইনটি মসজিদের পাশ দিয়ে গেছে।
তবে লিকেজের বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি তিতাসের উর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, মসজিদের সামনের রাস্তা সংস্কারে দ্বিতীয় দিনের মতো ভেকু দিয়ে কাদামাটি পরিষ্কারের কাজ করছে সিটি করপোরেশন।
শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।