নেত্রকোনার কমলাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলারডুবিতে মৃত ১০ জনের মধ্যে নয়জনেরই বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর থানায়। এ নয়জনের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ নিহতদের স্বজনদের কাছে এ সহায়তার টাকা হস্তান্তর করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ট্রলারডুবিতে মৃতদের স্বজনদের সমবেদনা জানাতে আমি ঘটনাস্থলে গিয়েছি। তাদের কাছে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য, সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন (মধ্যনগর থানাও) থেকে নেত্রকোনার ঠাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।