ভুয়া করোনা পরীক্ষা মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আরো দুইজন সাক্ষ্য দেবেন আজ।
দুপুর ২টায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত সাক্ষ্য দেবেন তারা। ২০শে আগস্ট এ মামলার অভিযোগ গঠনের মধ্য দিয় বিচারকাজ শুরু হয়। মোট ৪২ জন সাক্ষীর মধ্যে ৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, করোনা পরীক্ষা জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেছেন জেকেজির সাবরীনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরী। মামলার অন্য ছয় আসামি হলেন- জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা।