সামাজিকমাধ্যমে আলোচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির দুই শিক্ষক ও একজন নির্বাহী প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়েছে।
দায়িত্ব অবহেলা, অসদাচরণ, পলায়ন ও প্রতারণার অভিযোগে তাদের চাকরিচ্যুত করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
চাকরিচ্যুত ৩ জন হলেন- মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান।