নিজস্ব প্রতিবেদক : সুইন্ডনে অনুষ্ঠিত হল কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় একটি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় টিম অক্সফোর্ড টিম সুইন্ডনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে মাসুম রহমান এর পরিচালনায় খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন এর প্রেসিডেন্ট আব্দুল কাহার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনুল হক সেলিম, তাহসিন আহমেদ, সাজু মিয়া, হাবিব মিয়াসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছর এধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। কভিড ১৯ পরিস্থিতির কারনে এব্যাপারের পরিসর ছোট হলেও আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।