অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অর্ন্তভুক্ত করতে নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা আবেদনটি খারিজ করেছে আদালত।
বৃহস্পতিবার বিলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার এ মামলার নির্ধারিত দিন ছিল না। তবু আবেদনটির শুনানি হয়েছে। বাদীর গৃহিত পদক্ষেপ তদন্তাধীন মামলার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে- তদন্তাধীন মামলার বিষয়ে কেউ প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ক্ষমতা তদন্ত কর্মকর্তার হাতে রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে আবেদন করেন মামলার বাদী ও নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আগে ও পরে এসপির সঙ্গে আসামিদের যোগাযোগ ছিল। আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছেন তিনি। এ কারণে বাদী মনে করছেন এসপিকে এ মামলায় আসামি করা জরুরি।
৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া-শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান।