হোম অব ক্রিকেটে চলছে টাইগারদের অনুশীলন। শিডিউল অনুযায়ী আজ অনুশীলন করার ছিল ছয় জনের। তবে মিরপুরে প্রাক্টিস সেরেছেন তিনজন।
আজ শুক্রবার হওয়ায় মিরপুরে প্রাক্টিস করেননি তামিম ইকবাল, সাদমান ইসলাম আর সৌম্য সরকার। তবে যথা সময়ে অনুশীলন করেছেন ইমরুল কায়েস, লিটন দাস আর নুরুল হাসান সোহান।
রানিংয়ের পাশাপাশি ব্যাটিংটাই ঝালিয়ে নিয়েছেন তারা। শ্রীলঙ্কা সফরের জন্য দ্রুত ফিট হবার লক্ষ্য তাদের।
এদিকে লংকা সফরের জন্য ২৭ জনের দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। বোর্ড সভাপতির গ্রিন সিগনাল অপেক্ষা। দল ঘোষণা দুই এক দিনেই মধ্যেই। ২০শে সেপ্টেম্বর থেকে শুরু হবে আবাসিক ক্যাম্প। এক সপ্তাহ দলীয় অনুশীলনের পর লংকায় যাবে টিম টাইগার্স।