বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি যখন দেশের মানুষের কাছে মিথ্যাচারে ব্যস্ত থাকে, তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মিথ্যাচারে কান না দিয়ে বাংলাদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন, মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে অচিরেই আমরা উন্নত দেশে পরিণত হবো। শেখ হাসিনার এই উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের তৃণমুল নেতাকর্মীদেরও ভূমিকা রাখতে হবে। উন্নয়ন অগ্রযাত্রায় বাধাগ্রস্তকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে, যাতে কেউ তাদের আওয়ামী লীগের উন্নয়ন বিষয়ে বিভ্রান্ত করতে না পারে।
শনিবার সন্ধ্যায় জামালপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন। জামালপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মাছুম রেজা রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।