রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকরণ ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোদের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) যশোরে ৫টি বাম দলের উদ্যোগে বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি তোসলিমুর রহমানের সভাপতিত্বে সিপিবি, মার্কসবাদী, বাসদ, বাংলাদেশ উইনাইটেড কমিউনিস্ট লীগ (বাসদ) ও সমন্বয় কমিটি যশোরের অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বাংলাদেশ ওর্য়াকার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, পাট চাষ করে কৃষকরা একসময় লাভবান হতো। কিন্তু সরকারের সিদ্ধান্তের কারণে আজ পাট ও পাটশিল্প ধ্বংসের মুখে।
এ অবস্থায় পাটশিল্প পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে প্রতি মণ পাটের সর্বনিম্ন মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ, পাটশিল্প বি-রাষ্ট্রকরণের সিদ্ধান্ত বাতিল, রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকরণ ও বকেয়া বেতন পরিশোধ করা জরুরি। এ অবস্থায় কৃষক ও কৃষির সমস্যাকে জাতীয় সমস্যা বিবেচনা করে অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।